Thursday , 4 June 2020

বাড়িতে কি এই ঠাকুরের মূর্তি আছে? সর্বনাশ, ঘটতে চলেছে ভয়ানক বিপদ

বাড়ির সবাইকে ভালো রাখতে এবং সুখ শান্তি বজায় রাখতে আমরা নানা দেব দেবীর পুজো করি ঠিকই তবে নিজের অজান্তেই এমন কিছু দেবদেবীর মূর্তি আমরা বাড়িতে রাখি যা রাখাটা একদমই উচিত নয়। এতে হিতের বিপরীত হতে পারে। শুধু ঠাকুরের ছবি নয় পুজোর এমন কিছু সামগ্রী রয়েছে যেগুলি বাড়িতে রাখা উচিত নয়। যেমন-

১) শিবলিঙ্গ শুধু বাড়িতে রাখলেই হয় না। এর কিছু নিয়মও পালন করতে হয়। কিন্তু ব্যস্ত জীবন যাপনের মধ্যে সেই নিয়ম পালন করা হয়না। আর এতেই হতে পারে বিপদ। তাই যদি নিয়ম পালন করতে পারেন তবেই শিবলিঙ্গ বাড়িতে রাখুন আর নয় তো রাখবেন না।

২) ঠাকুর ঘরে কোনো ঠাকুরের তিনটি মূর্তি রাখলে খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়। তাই ভুল করেও ঠাকুর ঘরে কোনো ঠাকুরের তিনটি মূর্তি একসাথে রাখবেন না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
৩) ভাঙ্গা প্রদীপ এবং শুকনো ফুল বাড়িতে রাখলে আর্থিক সমস্যা বেড়ে যায়। তাই ভুলেও এই দুটো জিনিস বাড়িতে রাখবেন না। আপনার বাড়ির তুলসী গাছ যদি মারা যায় তাহলে গঙ্গায় দিয়ে আসুন। বাড়িতে ফেলে রাখবেন না।

৪) ভাঙ্গা মূর্তি পূজা করা হলে শুভ হওয়ার বদলে অশুভ হয়ে যায়। তাই এই ব্যাপারে সাবধান থাকুন।

৫) কৃষ্ণের মূর্তিতে তার সাথে রাধা বা রুক্মিণী আর গণেশের মূর্তিতে তার সাথে তার দুই স্ত্রী বর্তমান থাকলে সেই মূর্তি বাড়িতে না রাখাই ভালো। এতে বিবাহ জীবনে কলহ সৃষ্টি হতে পারে।

Check Also

কলকাতার লেক কালীবাড়ির ইতিহাস,যেখানে পঞ্চমুন্ডির আসনে বিরাজ করছেন মা!!

লেক কালীবাড়ি হল কলকাতার রবীন্দ্র সরোবরের (ঢাকুরিয়া লেক) ধারে সাউদার্ন অ্যাভিনিউ-এ অবস্থিত একটি কালীমন্দির। ১৯৪৯ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!