Wednesday , 25 November 2020
[cvct-advance id=20554]

‘ওরে তোকে আমি পাঁচশো টাকা বেশি দেব, আমারে নামায়ে দে ভাই!’

ভারতের উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা বিপিন সাহু। সেখানে তার একটি টাইলসের শো-রুমও আছে। গত জুলাই মাসে বন্ধুদের সঙ্গে তিনি ঘুরতে গিয়েছিলেন উত্তরাখন্ডের মানালি।

সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন তিনি। আর প্যারাগ্লাইডিং-এর সময় উপরে উঠে বিপিন যা করেছেন সেই ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর সেই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইনস্ট্রাকটরের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে উঠেছেন বিপিন। কিন্তু একটু উপরে ওঠার পরই ভয়ে কুঁকড়ে যেতে থাকেন তিনি। সেই সময় তার চোখ মুখের অবস্থা ধরা পড়েছে ওই ভিডিওতে। আর তা দেখেই নেটিজেনদের এ হেন প্রতিক্রিয়া।

এই ভিডিওটি তোলা হয়েছে গত ৮ জুলাই। কিন্তু তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২০ জুলাই। প্যারাগ্লাইডিং-এর সময় বিপিনকে একাধিক গালাগাল দিতেও দেখা গিয়েছে। এমনকি মাঝ পথে বিপিন তার ইনস্ট্রাকটরকে বলছেন, ‘ওরে দু-পাঁচশো টাকা বেশি দেব, আমারে নামিয়ে নিয়ে চল মাটিতে।’

আপনার কাছে পোষ্ট টি কেমন লেগেছে সংক্ষেপে কমেন্টেস করে জানাবেন ৷ T=(Thanks) V= (Very good) E= (Excellent) আপনাদের কমেন্ট দেখলে আরো ভালো ভালো পোষ্ট দিতে উৎসাহ পাই।

Check Also

মাটির নিচে মিলল কলস ভর্তি সোনার মোহর

ইসরায়েলের ইয়াভনে শহরের কাছে খননকাজ চালানোর সময় কলস ভর্তি স্বর্ণের মুদ্রা পাওয়া গেছে। এ তথ্য ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page